শুক্রবার, ১৭ মে ২০২৪

সফলতার পাশাপাশি কিছু ব্যর্থতাও রয়েছে: সিইসি

পিস বাংলা By পিস বাংলা ফেব্রু১৪,২০২২
  • নিজস্ব প্রতিবেদক

পাঁচ বছরের সফলতার পাশাপাশি কিছু ব্যর্থতাও রয়েছে। তাদের পাঁচ বছরের নির্বাচনী ব্যবস্থা নিয়ে মোটেও বিব্রত নন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

সোমবার (১৪ ফেব্রুয়ারি ২০২২) নির্বাচন ভবনে বিদায়ী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের শেষ দিন ছিলো আজ।

এ সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও কবিতা খানম উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সিইসির সংবাদ সম্মেলনের পরে নিজের দপ্তরের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন মাহবুব তালুকদার।

পৌনে দুই ঘণ্টার সংবাদ সম্মেলনে নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন বিদায়ী সিইসি নূরুল হুদা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দিয়েছেন। এছাড়া নির্বাচন কমিশনার শাহাদাৎ হোসেন চৌধুরী করোনাভাইরাসে সংক্রমিত হওয়ায় উপস্থিত থাকতে পারেননি।

সম্পর্কিত পোস্ট