শুক্রবার, ১৭ মে ২০২৪

বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক By নিজস্ব প্রতিবেদক ফেব্রু২,২০২৪

লাখো মুসল্লির অংশ গ্রহনের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হল প্রথম পর্বের বৃহত্তর জুমার নামাজ।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের জুমার নামাজের ইমামতি করেন। ইজতেমা ময়দানে জুমার নামাজে খুতবা পাঠ শুরু হয় দুপুর ১টা ৩৭ মিনিটে। দুপুর ১টা ৪৫ মিনিটে জুমার জামাত শুরু হয়ে শেষ হয় ১টা ৫১ মিনিটে। নামজের পূর্বে তিনি বয়ান করেন।

জুমার নামাজে ইজতেমার মূলপ্যান্ডেল ছাপিয়ে ময়দানের চারিদিকে সকল রাস্তায় ধর্মপ্রাণ মুসলমান জুমার নামাজে শরীক হন। জুমার নামাজে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তর ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

ইজতেমায় অংশগ্রহণকারী লাখো মুসল্লি ছাড়াও রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ বিভিন্ন যানবাহন এবং অনেকে পায়ে হেঁটে শরীক হন এই বৃহত্তম জুমার জামাতে।

বিশ্বের ৪৭ দেশের প্রায় ২ হাজার বিদেশী মেহমানসহ  লাখো মুসল্লির অংশগ্রহণে আল্লাহ’র সন্তুষ্টি অর্জনে ইবাদত বন্দেগি আর কোরআন হাদিসের আলোচনায় বিশ্ব ইজতেমার বিশাল প্যান্ডেলে পবিত্র ধর্মীয় ইমেজ বিরাজ করছে। রবিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা শেষ হবে।

আজকের জুমার জামাতে ইমাম বাংলাদেশের তাবলীগ জামাতের সূরা সদস্য ও কাকরাইল মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জুবায়ের আগামী রবিবার আখেরি মুনাজাত পরিচালনা করবেন। বিষয়টি জানিয়েছেন তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়কারী মুফতি হাবিবুল্লাহ রায়হান।

সম্পর্কিত পোস্ট