শুক্রবার, ১৭ মে ২০২৪

যুক্তরাষ্ট্রে ইসরাইলের ব্যাপক জনসমর্থন রয়েছে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক By আন্তর্জাতিক ডেস্ক ফেব্রু২৯,২০২৪
গাজার যুদ্ধে ইসরাইল বৈশ্বিক সমর্থন হারানোর ঝুঁকিতে রয়েছে-মঙ্গলবার সতর্কবার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই দিনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাল্টা বিবৃতিতে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরাইলের পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে।
মঙ্গলবারের বিবৃতিতে নেতানিয়াহু বলেন একটি জরিপের কথা উল্লেখ করেছেন তিনি। ওই জরিপ অনুযায়ী ৮০ শতাংশের বেশি আমেরিকান গাজা সংঘাতে ইসরাইলকে সমর্থন করে। খবর বিবিসির
বেনিয়ামিন নেতানিয়াহুর মতে, যুক্তরাষ্ট্রে ইসরাইলের প্রতি এই ব্যাপক জনসমর্থন তাদের হামাসের বিরুদ্ধে ‘সম্পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত’ লড়াই করতে অনুপ্রাণিত করবে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা যুদ্ধবিরতির জন্য সম্ভাব্য চুক্তির ব্যাপারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
সংঘাতের শুরু থেকেই তাকে একটি প্রচারণায় নেতৃত্ব দিতে হচ্ছে। যে প্রচারণার মূল লক্ষ্য, ‘সময়ের আগেই যুদ্ধের ইতি টানার জন্য আন্তর্জাতিক চাপ প্রতিহত করা আর ইসরাইলের জন্য সমর্থন আদায়-আমরা এই ক্ষেত্রে উল্লেখ করার মতো সফল,’ দাবি করে নেতানিয়াহু সাম্প্রতিক হার্ভার্ড-হ্যারিস জরিপ উদ্ধৃত করেন। দাবি করেন, সেই জরিপে দেখা যাচ্ছে, ৮২ শতাংশ আমেরিকান জনসাধারণ ইসরাইলকে সমর্থন করে। ‘পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার শক্তি দেয় এই তথ্য।’
অন্যদিকে ‘আগামী সোমবারের মধ্যে’ গাজায় ইসরাইল এবং হামাসের মধ্যকার যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদী মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বাইডেন গত সোমবার একরকম সতর্কবাণী উচ্চারণ করে বলেন, ইসরাইল সরকার যদি তাদের এই কট্টর অবস্থান থেকে সরে না আসে তাহলে ‘বৈশি^ক সমর্থন হারাতে হতে পারে তাদের।’

অ্যাসোসিয়েটেড প্রেস এবং নর্ক পরিচালিত আরেকটি জরিপে অবশ্য নেতানিয়াহুর দাবির বিপরীত চিত্র দেখা গেছে। ওই জরিপ অনুযায়ী, জানুয়ারিতে প্রায় অর্ধেক মার্কিনি মনে করছেন, ‘ইসরাইল বেশি বাড়াবাড়ি করে ফেলেছে।’ নভেম্বরে এই হার ছিল ৪০ শতাংশ। অর্থাৎ একই রকম অভিমত পোষণকারীর সংখ্যা বেড়েছে গত দু’মাসে।
অস্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে মঙ্গলবারই হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আলোচনার বিষয়বস্তু বা সম্ভাব্য সময়সীমা সম্পর্কে বিশদে জানাতে রাজি হননি তারা।

সম্পর্কিত পোস্ট