শুক্রবার, ১৭ মে ২০২৪

ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে রাস্তায় ইফতার করলেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক By নিজস্ব প্রতিবেদক মার্চ১২,২০২৪
পবিত্র মাহে রমজানের প্রথম দিনে ঢাকা মহানগরীর সবচেয়ে ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে পিক আওয়ারে যখন সবাই ঘরে ফিরে পরিবারের সাথে ইফতার করতে অধীর আগ্রহে চলমান। ঠিক সেই মুহুর্তে সোনারগাঁও ক্রসিং ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শনে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
মঙ্গলবার (১২ মার্চ) ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন কালে ইফতারের সময় ঘনিয়ে এলে ট্রাফিক পুলিশদের সঙ্গে রাস্তায় করেন ইফতার তিনি।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ডিএমপি কমিশনার ট্রাফিক তেজগাঁও বিভাগের সোনারগাঁও ক্রসিং ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন করে উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক) মোস্তাক আহমেদকে ধন্যবাদ জানান ও সন্তোষ প্রকাশ করেন।
তিনি ট্রাফিক পুলিশের সদস্যদের সাথে ইফতার করেন এবং অসহায়, দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেণ।

সম্পর্কিত পোস্ট