শুক্রবার, ১৭ মে ২০২৪

চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ১, আহত ২০

পিস বাংলা By পিস বাংলা আগ১১,২০২১
  • চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর-লক্ষ্মীপুর-নোয়াখালী রুটে চলাচলকারী আনন্দ পরিবহনের বাস উল্টে গিয়ে রাস্তার পাশের খালে পড়ে গেছে। এ সময় চাপা পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ যাত্রী আহত হয়।

বুধবার (১১ আগস্ট ২০২১) দুপুরে ফরিদগঞ্জের ধানুয়া এলাকায় আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও যাত্রীদের সূত্রে জানা যায়, আনন্দ পরিবহনের বাসটি প্রায় অর্ধশত যাত্রী নিয়ে চৌমহনীর উদ্দেশে চাঁদপুর থেকে ছেড়ে আসে। ঘটনাস্থলে এসে দ্রুতগতিতে কাভার্ড ভ্যান অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি।

এ সময় সামনে থাকা সোহেল মিজি ( ৪৫) নামের এক পথচারীকে চাপা দিয়ে যাত্রীসহ খালে পড়ে যায় বাস। ওই পথচারীকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পর আনন্দ পরিবহনের চালক ও হেলপার পালিয়ে যায়। এই ঘটনায় সড়কের পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফরিদগঞ্জ থানা পুলিশে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ হোসেন বলেন, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে আনন্দ পরিবহন বাসটি মোট কতজন যাত্রী ছিল বলা যাচ্ছে না। দুর্ঘটনায় গুরুতর আহতদের উপজেলা ও চাঁদপুর সরকারি হাসাপাতালে পাঠনো হয়।

সম্পর্কিত পোস্ট