শুক্রবার, ১৭ মে ২০২৪

বঙ্গবন্ধু পেশাজীবী লীগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সেমিনার

পিস বাংলা By পিস বাংলা জানু২২,২০২২
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু পেশাজীবী লীগের আয়োজনে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী শতবর্ষে মুজিব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি ২০২২) বিকালে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. সরকার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (জেপি)-এর সভাপতি মণ্ডলীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশের খবরের সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভুঁইয়া।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় লিডারশিপ অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাবেক ছাত্রনেতা মো. মফিজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডেপুটি এটর্নি জেনারেল অ্যাড. মো. নজরুল ইসলাম, বাংলাদেশ তাঁতী লীগের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. এনাজুর রহমান চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি এবং লালন গবেষণা একাডেমীর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) আলতাফ মাহমুদ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক এস এম আশরাফুল আলম।

 

সম্পর্কিত পোস্ট