শুক্রবার, ১৭ মে ২০২৪

ক্ষমতা ধরে রাখার নতুন কৌশল নির্বাচন কমিশন আইন : আ স ম রব

পিস বাংলা By পিস বাংলা জানু২৮,২০২২
  • নিজস্ব প্রতিবেদক

ক্ষমতায় থেকে ক্ষমতা ধরে রাখার ‘নির্বাচন কমিশন আইন’ সরকারের নতুন একটা কৌশল বলে মন্তব্য করছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

শুক্রবার (২৮ জানুয়ারি ২০২২) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন। আ স ম রব বলেন, আইন প্রণয়ন করলে বা সংবিধানে নির্দেশনা থাকলেই ‘গণতন্ত্র’ ও ‘ভোটাধিকার’ সুরক্ষিত হয় না। গত কয়েক বছরে তা বহুবার প্রমাণিত।

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনে জয়লাভ করাটাকেই সরকার ‘অধিকার’ বলে মনে করে। নির্বাচন কমিশন আইন অতীতের কলঙ্কিত সার্চ কমিটিকে সাংবিধানিক বৈধতা দিয়েছে মাত্র, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো সম্ভাবনাও সৃষ্টি করেনি।

এই আইনে জনগণের ভোটাধিকারের স্বপ্ন আরও তিরোহিত হয়েছে বলেও মন্তব্য করেন জেএসডি সভাপতি।

সম্পর্কিত পোস্ট