শুক্রবার, ১৭ মে ২০২৪

টাইগারদের বিশ্বকাপ জার্সি উন্মোচন

পিস বাংলা By পিস বাংলা অক্টো১১,২০২১
  • ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের আর বেশি দেরি নেই। প্রায় মাসব্যাপী জমকালো অনুষ্ঠানের টাইগারদের বিশ্বকাপ জার্সি উন্মোচন।

সোমবার (১১ অক্টোবর ২০২১) সন্ধ্যায় উন্মোচন হয়ে গেলো টাইগারদের বিশ্বকাপ জার্সি। রাজধানীর একটি হোটেলে ক্রিকেটারদের অনুপস্থিতিতেই হয়েছে এ আয়োজন। কেননা মুশফিক-সাকিবরা এখন বিশ্বকাপ ভেন্যুতে।

এবারের বিশ্বকাপ জার্সি তৈরি করা হয়েছে প্লাস্টিক বর্জ্য থেকে।

বাংলাদেশের জার্সির সামনের অংশ তৈরিতে যে সুতো ব্যবহার হয়েছে, সেটি রিসাইকেল জ্যাকার্ড ফেব্রিক নামে পরিচিত। সামনে ও পেছনের অংশ আলাদা। পেছনের অংশ বানানো হয়েছে ম্যাশ ফেব্রিক থেকে।

যেটাতে বাতাস আসা যাওয়ার (এয়ার সার্কুলেশনের) ব্যবস্থা আছে। আরব আমিরাতের গরমের কথা বিবেচনা করেই এমন জার্সি প্রস্তুত করা হয়েছে।

বিশ্বকাপে টাইগারদের জন্য দুই ধরনের জার্সি তৈরি করা হয়েছে। একটাতে লাল এবং অন্যটাতে প্রাধান্য দেওয়া হয়েছে সবুজ রঙ।

সম্পর্কিত পোস্ট