শুক্রবার, ৩ মে ২০২৪

এডিবি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কাজ করতে আগ্রহী

নিজস্ব প্রতিবেদক By নিজস্ব প্রতিবেদক এপ্রি৩,২০২৪
শিক্ষা খাতে আরো বিনিয়োগ বৃদ্ধি, উচ্চশিক্ষাকে কর্মমুখী করা, শিক্ষার্থীদের কর্ম সংশ্লিষ্ট যোগ্যতা ও দক্ষতা বাড়াতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) শিক্ষা মন্ত্রণালয়ের সাথে একসাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।
বুধবার ( ৩ এপ্রিল) সচিবালয়ে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিনের নেতৃত্বে একদল প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে এক বৈঠকে এ আগ্রহের কথা জানান।
এ সময় ফাতেমা ইয়াসমিন বলেন, এডিবির সবচেয়ে বড় সহযোগী রাষ্ট্র এখন বাংলাদেশ।
এই প্রতিনিধি দলে আরও অন্তর্ভুক্ত ছিলেন এডিবির বাংলাদেশ মিশনের কান্ট্রি ডাইরেক্টর এডিয়েনন গিনটিং, পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্সের সিনিয়র ডাইরেক্টর নিয়াজি,  প্রাইভেট সেক্টর অপারেশন ডিপার্টম্যান্টের ডাইরেক্টর আসিফ সারদ চিমা, ডেপুটি কান্ট্রি ডাইরেক্টর জিয়াংবো নিং, কান্ট্রি অপারেশন হেড না উন কিম, এক্সটার্নাল রিলেশনের টিম লিডার গোবিন্দ বার প্রমুখ।

সম্পর্কিত পোস্ট